স্বাধীন দেশে শান্তিপূর্ন মানববন্ধন করার অধিকার সকলের আছে। এই সাত কলেজের সকল ছাত্রই মেধাবী আমরা দেশের ভবিষ্যত কর্নধর। আমাদের তো কোন অন্যায় আবদার ছিলোনা। বরং আমাদের ভবিষ্যৎ ভয়ংকর হুমকির মুখে ছিলো। কবে আমরা গ্রাজুয়েশন শেষ করে পরিবারের হাল ধরব। পরিবারের হাল ধরার কথা এজন্যইই বলছি কারন আমারা অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। পড়া খরচ টুকু চালাতে আমাদের অনেকেই চাকুরী করে কেঊ টিউশনি করে ঢাকায় থেকে নিজের খরচ চালায়। পড়াশুনা আমাদের ভবিষ্যৎ এর চাবি কাঠী। এটা সবাই চাকুরীর বাজারে প্রবেশ করলে বুঝতে পারবেন।
প্রশাসনিক ভাইদের উদ্দেশ্য করে বলছি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি দেশের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছে এই ছাত্র সমাজ।তার অসংখ্য উদাহরণ বাংলায় বিদ্যমান।
আচ্ছা পুলিশসাহেব, বলতে পারেন এত ছাত্র কেন শাহবাগে গিয়ে ছিলো?
তারা তো পিকেটার ছিলোনা। তারা তো সরকার বিরোধী আন্দোলন করতে আসেনি, এসেছিলো নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে। এ ছাড়া কি পথ বাকি ছিলো? আমি আবারও বলছি আমরা এসেছিলাম শিক্ষিত মানুষ হিসেবে নিজের পরিচয়খানা পাবার প্রত্তাশায় । যেখানে ন্যাশনাল ভার্সিটির (২০১২-১৩) সেশনের ফাইনাল ইয়ারের পরিক্ষার ডেট দিয়া দিয়া দিছে সেখানে ঢাবির অধিনভুক্ত আমরা জানিনা আমাদের সিলেবাস কি, আমাদের শিক্ষার উন্নতি কি করে হবে।
পুলিশবাহিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগেও আপনার লেখাপড়া পু*** মধ্যে ভরে দিছেন। সিদ্দিক আমার ভাই। ও আন্দোলন করেছে নিজের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমি আবারো বলছি সিদ্দিক আমার ভাই। এ কেমন বর্বরতা? শিক্ষার অধিকার আদায়ের জন্য যদি এমন বর্বরতার শিকার হতে হয়। তবে বলতে চাই ভুলিনায় পূর্বপুরুষদের হুংকার সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে জানি আমরা ছাত্রসমাজ। এর সুস্ঠ বিচার না হলে ছাত্র সমাজ কি করতে পারে নিশ্চয়ই ছাত্রসমাজ এর পূর্ব ইতিহাস পড়ে নিবেন। হোক সে জতই শক্তিধর, বিচার তোমার হতেই হবে।
পুলিশবাহিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগেও আপনার লেখাপড়া পু*** মধ্যে ভরে দিছেন। সিদ্দিক আমার ভাই। ও আন্দোলন করেছে নিজের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমি আবারো বলছি সিদ্দিক আমার ভাই। এ কেমন বর্বরতা? শিক্ষার অধিকার আদায়ের জন্য যদি এমন বর্বরতার শিকার হতে হয়। তবে বলতে চাই ভুলিনায় পূর্বপুরুষদের হুংকার সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে জানি আমরা ছাত্রসমাজ। এর সুস্ঠ বিচার না হলে ছাত্র সমাজ কি করতে পারে নিশ্চয়ই ছাত্রসমাজ এর পূর্ব ইতিহাস পড়ে নিবেন। হোক সে জতই শক্তিধর, বিচার তোমার হতেই হবে।
রাব্বি মাহমুদ
সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।
সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।