Thursday, July 20, 2017

হুংকার

স্বাধীন দেশে শান্তিপূর্ন মানববন্ধন করার অধিকার সকলের আছে। এই সাত কলেজের সকল ছাত্রই মেধাবী আমরা দেশের ভবিষ্যত কর্নধর। আমাদের তো কোন অন্যায় আবদার ছিলোনা। বরং আমাদের ভবিষ্যৎ ভয়ংকর হুমকির মুখে ছিলো। কবে আমরা গ্রাজুয়েশন শেষ করে পরিবারের হাল ধরব। পরিবারের হাল ধরার কথা এজন্যইই বলছি কারন আমারা অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। পড়া খরচ টুকু চালাতে আমাদের অনেকেই চাকুরী করে কেঊ টিউশনি করে ঢাকায় থেকে নিজের খরচ চালায়। পড়াশুনা আমাদের ভবিষ্যৎ এর চাবি কাঠী। এটা সবাই চাকুরীর বাজারে প্রবেশ করলে বুঝতে পারবেন।
প্রশাসনিক ভাইদের উদ্দেশ্য করে বলছি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ অবধি দেশের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছে এই ছাত্র সমাজ।তার অসংখ্য উদাহরণ বাংলায় বিদ্যমান।
আচ্ছা পুলিশসাহেব, বলতে পারেন এত ছাত্র কেন শাহবাগে গিয়ে ছিলো?
তারা তো পিকেটার ছিলোনা। তারা তো সরকার বিরোধী আন্দোলন করতে আসেনি, এসেছিলো নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে। এ ছাড়া কি পথ বাকি ছিলো? আমি আবারও বলছি আমরা এসেছিলাম শিক্ষিত মানুষ হিসেবে নিজের পরিচয়খানা পাবার প্রত্তাশায় । যেখানে ন্যাশনাল ভার্সিটির (২০১২-১৩) সেশনের ফাইনাল ইয়ারের পরিক্ষার ডেট দিয়া দিয়া দিছে সেখানে ঢাবির অধিনভুক্ত আমরা জানিনা আমাদের সিলেবাস কি, আমাদের শিক্ষার উন্নতি কি করে হবে।
পুলিশবাহিনীকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগেও আপনার লেখাপড়া পু*** মধ্যে ভরে দিছেন। সিদ্দিক আমার ভাই। ও আন্দোলন করেছে নিজের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। আমি আবারো বলছি সিদ্দিক আমার ভাই। এ কেমন বর্বরতা? শিক্ষার অধিকার আদায়ের জন্য যদি এমন বর্বরতার শিকার হতে হয়। তবে বলতে চাই ভুলিনায় পূর্বপুরুষদের হুংকার সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে জানি আমরা ছাত্রসমাজ। এর সুস্ঠ বিচার না হলে ছাত্র সমাজ কি করতে পারে নিশ্চয়ই ছাত্রসমাজ এর পূর্ব ইতিহাস পড়ে নিবেন। হোক সে জতই শক্তিধর, বিচার তোমার হতেই হবে।
রাব্বি মাহমুদ
সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।

Monday, January 30, 2017

আমি পরিবর্তন দেখেছি,
তা যুগের সাথে তালমিলানো।
আমি নারী বিদ্বেষী নই
তবে কিছু নারীদের বিদ্ধেস না করেও পারিনা।

😡😈😡😈😡😈😡😈😡😈😡😈😡😈😡😈

Sunday, March 13, 2016

অনেক কিছুর মাঝে তোকে খুঁজি , কিন্তু তোর দেখা পাই না ।
তোকে জীবনে অনেক পেয়েছি, আবার তোর জন্য পথ চেয়ে রয়েছি ।
না চাইতেও সাথে ছিলি , তবুও মন ভেঙে দিলি ।
আজ ‪#‎হুমায়ূন_আহমেদের‬ লেখা কথা গুলি খুব মনে পরছে......
**** আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে - আনন্দে যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমান কমে আসছে । আমি জানি, এক সময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে । তখন যাত্রা করবো অন্য ভুবনে , যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম । ***

Wednesday, January 13, 2016

thinking about পাগলী............

ছেলেটা দুষ্ট , বদমেজাজি , সিগারেটিও স্মার্ট , আরও কত কিছু
সব নিজের বৈশিষ্ট্য
কিন্তু কিছুটা ‪#‎পাগল‬ সেটি ‪#‎পাগলীর‬...............।।
:P :P :) :) :D :D

Sunday, January 10, 2016

searching for real love

ভালবাসি বললেই ভালবাসা হয় না
সবটুকুই অনুভূতির উপর নির্ভরশীল

Thursday, November 12, 2015

কাউকে মিস করার অনুভুতিটা কেমন
জানতে ইচ্ছে করে...... 

feelings #খুঁজছি

Friday, October 16, 2015

নিজেকে কারো কাছে ব্যখ্যা করতে যেও না।
কারন, যে তোমাকে পছন্দ করে তার এটার দরকার নেই।
আর যে তোমাকে অপছন্দ করে সে এটা বিশ্বাস করবে না।

its reality