Thursday, November 12, 2015

কাউকে মিস করার অনুভুতিটা কেমন
জানতে ইচ্ছে করে...... 

feelings #খুঁজছি

Friday, October 16, 2015

নিজেকে কারো কাছে ব্যখ্যা করতে যেও না।
কারন, যে তোমাকে পছন্দ করে তার এটার দরকার নেই।
আর যে তোমাকে অপছন্দ করে সে এটা বিশ্বাস করবে না।

its reality

Tuesday, September 15, 2015

আমি প্রতিবাদি......

আমি বাঙালি আমি গর্বিত আমি বাঙালি,
সত্য কি আমি গর্বিত বাঙালি ?

বহু পুরানোএকটা জোকস দিয়ে লেখাটা শুরু করি-
এক নেতা তার সাগরেদ দের নিয়ে এক জনসভায় যাওয়ার পথে এক্সিডেন্ট করল।
পুলিশ এবং প্রেস ঘটনাস্থলে যেয়ে দ্যাখে এক বৃ্দ্ধ তাদের সবাই কে কবর দিয়ে দিয়েছে ।
পুলিশ বৃ্দ্ধ কে জিগেস করে- কেউ বেঁচে নেই?
বৃ্দ্ধ- নাহ, তবে ওদের নেতা বলছিল যে সে বেঁচে আছে। কিন্তু আমি বিশ্বাস করিনি.। জানেন ই তো নেতারা সবসময় মিথ্যা বলে.।/:)

এবার একটা করুন বাস্তবতার রম্য চিত্রে এ আসি-
কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-
'দেশে দ্রব্য মুল্য সহনীয় পর্যায়ে আছে, এবং জনগন বেশি করে খাচ্ছে।'
:P:P:P:P:P:((:((
এবার প্রধান্মন্ত্রী এর পুরান আর একটা কউতুক এ আসি-
নীর্বাচন এর আগে প্রতিশ্রুতী হিসেবে বললেন-
'আওআমী লীগ কে ভোট দিয়ে নির্বাচিত করলে ১০ টাকা কেজি চাল/ডাল খাওয়াব।'
:P:P:P:P:P:P:P:((:((:((

বর্তমানের দ্রব্য মুল্যের সামান্য তথ্য(যা সবার ই জানা)-
চাল- ৫০ টাকা কেজি
ডাল- ১২০ টাকা কেজি
তেল- ১২০ টাকা লিটার
পেয়াজ- ৫০ টাকা কেজি
মরিচ- ২০০  টাকা কেজি
এক কেজি সবজির দামের সাথে ২০ টাকা যোগ করলে  এক কেজি পোলটি মুরগির মাংসের দাম হয়।

একজন রিকশা ওয়ালা দিনে খুব বেশি হলে ২০০ টকা আয় করেন।দিন মজুর ১৪০ টাকা আয় করেন।বাংলাদেশ এর প্রায় ৫০ ভাগ লোকের দৈনিক আয় ১৪০ এর নিচে। এমতাবস্থায় একটা পরিবার কিভাবে তিনব্যালা পেটপুরে খেয়ে বেঁচে আছে [প্রধানমঅন্ত্রী এর ভাষ্য মতে] তা আমি বুঝতে পারছিনা।
বর্তমান অবস্থা্য আমরা হাসব না কাঁদব বুঝতাছিনা।শুনেছি আজকাল মানুষ তিন বেলার স্থানে অনেকে দুবেলা খায়।

আরও কিছু তথ্য দেই- গত বছর ইন্ডিয়া থেকে ৫০০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়।এবং ২৪ টাকা দরে সরকারি ভাবে বিক্রি করা হয়।যার পুর অংশটাই ছিল পঁচা।রান্না করার ২ ঘন্টার মাঝেই ভাত নস্ট হয়ে যেত।
ইন্ডিয়ার পঁচা চাল যা সেই দেশের গরু, ছাগল ও খায়নি তা আমার দেশের মানুষ গোগ্রাসে খেয়েছে।
ব্রাজিলের গমের কথাতো কম বেশি সবারই জানা।
পদ্মা সেতুর ৪০০ কোটি টাকা দুর্নীতি, সুরঞ্জিজিত বাবুর কালো বিড়াল প্রসঙ্গ, বাদ দিয়ে এদেশে শিক্ষাকে করা হয় বানিজ্য । শিক্ষার উপর আরোপ করাহয় শুল্ক .........
এরকমের অনেক কিছুই আছে যা সাধারন মানুষের জানা নেই.........

মাননীয় ,


বাংলাদেশের এই ৫০ ভাগ মানুষ আপনার কাছে প্রতি সন্ধায় হুইস্কি বা বিয়ার, বোতল বন্দি পার্টি চায়নি, প্রতিমাসে একবার সিঙ্গাপুর এ ৫ তারা হটেল এ ঘুরতে যাওয়ার খরচ চায়নি, রাত কাটানর জন্য তরতাজা তরুন বা তরুনী চায়নি, সংসদ সদস্যদের আসাধু উপায়ে আয় করা টাকার ট্যক্স চায়নি, তাদের সন্তান দের স্ক্লাস্টিকা বা এন এস ইউ তে পরানোর খরচ চায়নি।
আপনার কাছে শুধু ৩ ব্যালা পেটপুরে ভাত খেতে চেয়েছে।
মাননীয় প্রধান মন্ত্রী, আমার দেশের মানুষ সহজ সরল। কিন্তু যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় আমরা তখন ভয়ঙ্কর রুপ নিতে পারি, এর আগে জনগন বহুবার এর প্রমান দিয়েছে।
প্রধান মন্ত্রী জনাবা, ফাকা বুলি না দিয়ে,দয়া করে আমাদের ৩ ব্যালা পেটপুরে খাওয়ার বাবস্থা করেন।
নইলে রফিক আজাদ এর মত কয়েক কোটি মানুষ বলবে
' ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো'
X((X((X((X((X((

Thursday, September 3, 2015

আমি আস্তিক ব্লগার

ব্লগার মানেই নাস্তিক নয়.........
এরা আস্তিক ও বটে...............

আল্লাহ এক অদ্বিতীয় হযরত মুহাম্মাদ (সঃ) আল্লাহর প্রেরিত রাসুল...... এ কথা আমি মনে প্রানে বিশ্বাস করি......

তাই আমার ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ... আমার ধর্মের অপমান আমি বরদাস্ত করব না ।
ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর এই ধর্মকে ভালোবাসে আমার মত হাজারো মানুষ ।

দেখা যাচ্ছে, বর্তমানে ব্লগার মানেই বলা হচ্ছে নাস্তিক। মানুষের ভুল ভাঙ্গাতে আমি হব তাদের আস্তিক ব্লগার। শুরু করলাম, থেমে থাকব না।

আমি আবারো বলছি.........
ব্লগার মানেই নাস্তিক নয়.........
এরা আস্তিক ও বটে...............

Wednesday, September 2, 2015

আমার কিছু কথা

আমার কিছু কথা, অনেকদিন আগে লিখেছিলাম ডেট টা ১৬-০১-২০১২ আজ প্রকাশ করলাম ......

কিছু স্বপ্ন আছে যা সুধু স্বপ্নই রয়ে যায়, তেমনই আমার জীবনে জাগ্রত স্বপ্ন রয়েছে যা কখনো প্রকাশিত বা বাস্তবায়িত হতে চায়না শুধু মাত্র স্বপ্নই রয়ে যায় । এর প্রমান স্বরূপ আমার বাস্তবিক জীবনে কিছু স্বপ্নকে  প্রয়োগ করে দেখলাম ............
যার ফল স্বরূপ শুধু চারোদিক থেকে বেদনা বিমুখ না না উত্তর পেলাম। যেমন আমার ভালবাসা থেকে দেখা যায়, জীবনে আমি যাকে আমার সবথেকে বেশি ভালোবাসলাম,  সে আমাকে কখনো বুঝতেই চাইলো না। আমি তাকে বুঝানোর চেষ্টা করলাম কিন্তু বুঝলো না আমাকে তার লাইফ থেকে কাট করে দিল...............
আবার আমার বাস্তবিক জীবনের কিছু অন্যতম কাছের গভীর বন্ধু থেকে দেখলাম,  ওদেরকে আমি আমার সত্যিকারের স্বপ্ন গুলোকে শেয়ার করতাম, ওদের হেল্প চাইতাম, অবশেষে দেখাগেলো কিছু বন্ধুদের কাছথেকেই আমার স্বপ্ন গুলো নষ্ট হয়ে গেছে।


কাউকে হার্ট করার জন্য এ কথা আমি লিখিনি এটা আমার জীবনের চরম বাস্তব। যেদিন থেকে বুঝতে পারলাম সেদিন থেকে ভিতরে একটা কষ্ট বয়ে বেড়াচ্ছি আজ মুক্ত করে দিলাম............... 

Free Advise

 "একলা চলতে শেখ "

Tuesday, September 1, 2015

বাসায় যখন আসতে হাতে কিছু না কিছু নিয়ে আসতে
আর আমি এর জন্য অপেক্ষা করতাম যে কখন তুমি আসবে.........
পাশে শুয়ে যখন টিভি দেখতাম তখন মাথায় হাত বুলিয়ে
কতইনা উপদেশ দিতে আর আমি মাথা নাড়তাম ।
এই দিন গুলি থেকে আজ আমি অনেক দূরে
তবুও আজ খুব মনে পরছে তোমাকে
বাবা
‪#‎im_really_miss_u‬
কলাম ১
ভুলিনাই তোমায় হে মুজিব......
তোমার স্বপ্নের বাংলাদেশ, যেটার স্বপ্ন তুমি দেখেছিলে...
আজ বাংলাদেশ স্বাধীন কিন্তু আমার মনে হচ্ছে না এই স্বাধীন বাংলার মাঝে স্বাধীন নিঃশ্বাস আমি ফেলতে পারছি.........
যেখানে রাজনের মত হত দরিদ্র সন্তান সামান্য চুরির জন্য জঘন্য ভাবে খুন হয়......
সাগর রুনির মত সাংবাদিক হত্যার পরে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরে আজ কয়েক বছর পার হওয়ার পরেও কোন হদিশ পাওয়া যাচ্ছে না আমার মনে হয় ৪৮ বছরেও কিছু হবে না । এভাবে বলতে গেলে লেখা শেষ হবে না.........

কলাম ২
শুভ জন্মদিন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া.........
আমি আপনার সরবখনিক সুস্থটা কামনা করছি । মেজর জিয়াউর রহমান যার আদর্শকে বুকে ধারন করে রেখেছেন দেশের লক্ষ কোটি যুবক , স্বাধীন বাংলার ক্ষেত্রে তার অবধান যে নগণ্য সেটা নয়। বরং অনেক বড় অবধান রেখেছেন তিনি ।যেটা কেউ অস্বীকার করতে পারবেনা । এর জন্য অন্তরের অন্তঃস্থ স্থল থেকে জানাই স্রদ্ধ ।
কিন্তু আজ বাংলাদেশ টা আমার, আমার মত লক্ষ কোটি তরুন যুবকের সোনার বাংলা । যেটা এনে দিয়েছেন শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রাহমান সহ অসংখ্য ভাষা শহীদ , যাদের রক্তের মুল্য আমারা কেউ দিতে পারব না। যাদের কারনে আজ আমরা এই সোনার বাংলা পেয়েছি আজ আমরা তাদের ভাগ করে নিয়েছি কেউ জিয়ার সৈনিক কেউ মুজিব সেনা...। কিন্তু আমরা ভুলে গেছি আমরা সবাই বাঙালি এই বাংলা মোদের মাতৃভূমি......
তবুও আজ কেন জানি আমি বুকে হাত রেখে বলতে পারছিনা ‪#‎আমার_সোনার_বাংলা_আমি_তোমায়_ভালোবাসি‬

 Vïlläïn Räbbÿ